এন্ডোক্রাইন সিস্টেম
যে সমস্ত গ্রন্থির কোনো নালী নেই, এবং তাদের নিঃসৃত রস সরাসরি কোষ থেকে রক্ত পৌঁছে তাদের কে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা গ্রন্থি বলে।
Endocrine System |
এন্ডোক্রাইন সিস্টেমের কাজ:
হরমোন নিঃসরণ এর মাধ্যমে শরীরের বিভিন্ন বিপাক ক্রিয়া সম্পাদন করা।
আমাদের শরীরের বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা গ্রন্থি হল।
পিনিয়াল গ্রন্থি
হাইপোথেলামাস
পিটুইটারি গ্রন্থি
প্যারাথাইরয়েড গ্রন্থি
থাইমাস
অ্যাড্রেনাল গ্রন্থি
অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
ডিম্বাশয়
অন্ডকোষ
সাধারণ রোগ সমূহ:
ডায়াবেটিস
থাইরোটক্সিকোসিস
হাইপোথাইরয়েডিজম
কুশিং সিনড্রোম
এডিসন ডিজিজ
ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রিলেটেড ডিজঅর্ডার
আপনি এই পোস্টটি পড়তে চাইতে পারেন:
- এলিমেন্টারি বা ইউরিনারি সিস্টেম
- মাস্কুলার বা পেশী তন্ত্র
- সার্কুলেটরি বা কার্ডিওভাসকুলার সিস্টেম
- Digestive system বা পরিপাকতন্ত্র বা Gastro intestine system
- Human Body system & Genarel knowledge
- Human Body সাধারণ জ্ঞান
- Nervous system বা স্নায়ুতন্ত্র?
- Detailing Of Cefixim
- Anti Ulcerent এর Detailing
- Antacid Preparetion Detailing.
- Detailing Of Montelukast
Related Posts
Rate This Article
Thanks for reading: এন্ডোক্রাইন সিস্টেম, Sorry, my English is bad:)